ইন্দোনেশিয়ার বালিতে গ্রেফতার আন্ডারওয়ার্ল্ড ডন ছোট রাজনকে সরাসরি দিল্লিতেই আনা হবে। সেখানে কিছুদিন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সিবিআই হেফাজতে থাকবেন তিনি। পরে তাকে তুলে দেওয়া হবে দেশের অন্যান্য নিরাপত্তা সংস্থার হাতে।
এজন্য কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে দিল্লির সিবিআই সদর দফতর। দফায় দফায় বৈঠক হয়েছে দিল্লি পুলিশ এবং সিবিআইয়ের শীর্ষ কর্তাদের মধ্যে।
বালির কাছে অগ্নুত্পাতের জেরে বুধবার দিনভর বন্ধ ছিল বিমান চলাচল। এজন্য ছোটা রাজনকে দেশে ফেরানো সম্ভব হয়নি।
সিবিআই সূত্রের খবর, আজ বৃহস্পতিবার বিমান চলাচল শুরু হলেই সেখানে যাওয়া ভারতের ছয় সদস্যের একটি পুলিশের দল তাকে নিয়ে দিল্লির পথে রওয়ানা হবেন। সিবিআইয়ের পাশাপাশি ছোটা রাজনের হেফাজত নেওয়ার দাবি করেছে মুম্বাই ও দিল্লি পুলিশ।
প্রসঙ্গত, হত্যা, চাঁদাবাজি ও মাদক পাচারসহ ৭৫টির বেশি মামলায় ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা রাজেন্দ্র সাদাশিব নিখালজি ওরফে ছোটা রাজন ২৫ অক্টোবর ইন্দোনেশিয়ার বালির দেনপাশার বিমানবন্দরে গ্রেফতার হন। অস্ট্রেলিয়ান পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে ইন্দোনেশিয়ার পুলিশ তাকে গ্রেফতার করে। মোহন কুমার পরিচয় দিয়ে তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে বালিতে ভ্রমণ করছিলেন। ইন্টারপোলের নোটিশের ভিত্তিতে অস্ট্রেলিয়ান পুলিশ রাজনের ব্যাপারে তথ্য সরবরাহ করে অজি পুলিশ।
সূত্র: ২৪ঘণ্টা
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৫/মাহবুব