মিয়ানমারের গণতন্ত্রপন্থী ও বিরোধীদলীয় নেত্রী অং সাং সুচি দেশটির প্রেসিডেন্টের চেয়েও বড় পদে আসীন হতে চান। আগামী রবিবার দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জয় পেলে-ই প্রেসিডেন্টের চেয়েও শীর্ষ পদ সৃষ্টি করে তিনি উক্ত পদে আসীন হওয়ার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন। আজ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সুচি। খবর এপির
সংবাদ সম্মেলনে সুচি বলেন, 'আমি প্রেসিডেন্টের ঊর্ধ্বে থাকবো। এটা সহজ বার্তা।' তবে প্রেসিডেন্টের উর্ধ্বে তিনি কি পদ চান এ ব্যাপারে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি।
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে সুচির উপর সাংবিধানিক নিষেধাজ্ঞা রয়েছে। তাই তার দল নির্বাচনে জয়লাভ করলেও তিনি প্রেসিডেন্ট পদে আসীন হতে পারবেন না। তাই এ প্রতিবন্ধকতা কাটাতেই তিনি প্রেসিডেন্টের ঊর্ধ্বে কোনো পদ সৃষ্টির আভাস দিয়েছেন।
উল্লেখ্য, ২০১১ সাল পর্যন্ত মিয়ানমারে দীর্ঘ প্রায় ৫০ বছর সামরিক শাসন ছিল।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর ২০১৫/শরীফ