পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খানকে বিষ খাওয়াতে চেয়েছিলেন তার সঙ্গে সদ্য বিচ্ছেদে যাওয়া স্ত্রী রেহাম খান! দু’জনের বিচ্ছেদের পর আজ বৃহস্পতিবার এই বিস্ফোরক খবর ছড়িয়েছে।
পাকিস্তানের নিউজ ২৪ নামে একটি সম্প্রচারমাধ্যমকে এ খবর দিয়েছেন ইমরানের ঘনিষ্ঠ সাংবাদিক আরিফ নিজামি। তার দাবি, ইমরানের রাজনৈতিক সাম্রাজ্যের দখল নিতেই এই পথ বেছে নিতে চেয়েছিলেন রেহাম।
জানুয়ারিতে বিয়ে করার মাত্র ১০ মাসের মাথায় গত ৩০ অক্টোবর বিচ্ছেদ হয়ে যায় ৬২ বছর বয়সী ইমরান ও বিবিসির সাবেক সংবাদ উপস্থাপিকা ৪২ বছর বয়সী রেহামের।
আরিফ নিজামি দাবি করেন, গোয়েন্দারা রেহামের কার্যকলাপ সন্দেহজনক বলে বুঝতে পারেন। তারা জানতে পারেন, ইমরানের রাজনৈতিক সাম্রাজ্য দখলে নিতে তাকে স্লো পয়জনিংয়ে মারার ছক কষছেন রেহাম। এরপর ঘনিষ্ঠ এক বন্ধুর মাধ্যমে ইমরানের কাছে এ খবর পৌঁছে দেওয়া হয়। তারপরই বিচ্ছেদের খবর আসে।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন