লেবাননে একটি গাড়িবোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার দেশটির সিরিয়া সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, আলকায়েদা সংশ্লিষ্ট সিরিয়ার আল নুসরা ফ্রন্টের সঙ্গে লেবাননের নিরাপত্তাবাহিনীর মধ্যে বেশ কিছুদিন ধরেই ওই অঞ্চলে সংঘর্ষ অব্যাহত আছে।
লেবাননের গণমাধ্যমে বলা হয়েছে, ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন কমিটিকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এতে কমিটির প্রধান শেখ ওসমান মানসুর নিহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৫/মাহবুব