মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা আন্ডারওয়ার্ল্ড ডন ছোট রাজনকে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে ইন্দোনেশিয়ার বালি থেকে দিল্লিতে নিয়ে আসা হয়।
এদিকে, রাজনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে মুম্বাই পুলিশ। বর্তমানে জেরা করার জন্য তাকে দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, খুন, চাঁদাবাজি, চোরাকারবার থেকে মাদক পাচার, এই সমস্ত অভিযোগে ভারতে ৭৫টিরও বেশি মামলা রয়েছে ছোট রাজনের বিরুদ্ধে। রয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগও। এর মধ্যে মুম্বাই পুলিশই ৭০টি মামলা দায়ের করেছে।
এছাড়াও, দিল্লিতে ৬টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। একসময় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডানহাত বলে পরিচিত ছিল ছোটা রাজন। ১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের পর দাউদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। তার আগেই অবশ্য দেশ ছেড়ে দুবাই পাড়ি দিয়েছিল রাজন।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৫/মাহবুব