দিল্লির ঘটনার পর এবার ভারতের বেঙ্গালুরুতে চলন্ত বাসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। শহরটির লাকনদানাহাল্লির ক্রসের নিকটে এ ঘটনা ঘটে। বাসের চালক ১৯ বছরের ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। তরুণীটি নার্সিংয়ে পড়াশোনা করছে। ধর্ষণের অভিযোগে মিনিবাসটির চালক ও এর পরিচ্ছন্নতাকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাসটিকেও পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় একটি মামলা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
পুলিশ জানায়, চালক রবি [২৬] পরিচ্ছন্নতাকর্মী মনজুনাথকে বাসটি চালাতে বলে। মনজুনাথ যখন বাসটি চালাচ্ছিল তখনই রবি ওই তরুণীকে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই তরুণীকে তারা বাস থেকে নামিয়ে দেয়। পরে ওই তরুণী দ্রুত নিকটস্থ একটি সরকারি হাসপাতালে যায়।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাজধানী নয়া দিল্লির সাউথ দিল্লিতে জোতি সিং পাণ্ডে ২৩ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থী চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন। এ ঘটনায় তার ছেলেবন্ধুকে ব্যাপক প্রহার করে ধর্ষকরা। ঘটনায় ১৩ দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জোতি। এ ঘটনায় ভারতসহ বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল।
বিডি-প্রতিদিন/৬ নভেম্বর ২০১৫/শরীফ
বিডি-প্রতিদিন/৬ নভেম্বর ২০১৫/শরীফ