ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস সদস্যরা আর হাফপ্যান্ট পরতে চাইছেন না। জানা গেছে, মেয়েদের ফ্রকের মতো দেখতে আদ্যিকালের এই ঢলঢলে পোশাক তরুণ প্রজন্ম পছন্দ করছে না এমন রিপোর্ট এসেছে নেতাদের কাছে। এছাড়া হাফপ্যান্ট পরতে তারা কিছুটা লজ্জ্বাবোধ করছেন। তাই এবার সংঘের নেতা-কর্মীদের জন্য চালু হচ্ছে ফুলপ্যান্ট।
খাকি হাফপ্যান্টের উপর সাদা শার্ট আরএসএসের চেনা পোশাক। সংঘের বড় বড় নেতারাও এই 'ইউনিফরম' পরে হাজির হন বিভিন্ন অনুষ্ঠানে। তবে এই পোশাকের প্রতি মন টানছে না তরুণ প্রজন্মের।
বিষয়টি নিয়ে দলে বেশ আলোচনা চলছে। সম্প্রতি রাঁচির বৈঠকে এই বিষয়টিও উঠে আসে। অভিযোগ খতিয়ে দেখতে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সারা ভারত ঘুরে তৃণমূল স্তরে মতামত নিয়ে তৈরি হবে রিপোর্ট। তার পর সিদ্ধান্ত নেয়া হবে আরএসএসের এই পোশাক থাকবে কি না।
আরএসএসের দাবি, বিশ্বের সব থেকে বড় স্বেচ্ছাসেবী সংগঠন তাদের। আছে ৬০ লাখ সদস্য। তাদের ওপর থেকে নিচে সর্বস্তরের কর্মী এই 'ইউনিফরম' পরেন। সময়ের পরিবর্তনে হাফ প্যান্ট নিয়ে অস্বস্তি বেড়েছে। তাই এটার পরিবর্তন চাইছে সংঘের নেতা-কর্মীরা। -ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ