ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
শনিবার বাংলাদেশ দুপুরে দেশটির ওভালে শহরের ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৬ দশমিক ৩ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া, সুনামি সতর্কতা জারি করা হয়েছে কিনা তাও জানা যায়নি।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব