পাকিস্তানের লাহোরে সোমবার রাতে জ্বালানি তেলের একটি ডিপোতে বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছে। বুর্কি এলাকার একটি কারখানায় তেল ট্যাঙ্কারে জ্বালানি তেল ভরার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর ডননিউজের।
উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
উদ্ধার দলের মুখপাত্র জেম সাজ্জাদ বলেন, ওই ঘটনায় কারখানার পাঁচ শ্রমিক নিহত হয়েছে। আহত তিনজনকে বুর্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, তেল ট্যাঙ্কারটিতে আগুন ধরে গেলে তা শ্রমিকদের কার্যস্থলেও ছড়িয়ে পড়ে। এর ফলে ব্যাপক বিস্ফোরণ ঘটে।
এ ঘটনার পরপরই বুর্কি পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে কারখানাটির সুপারভাইজারকে গ্রেফতার করেছে।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ