উলফা নেতা অনুপ চেটিয়াকে গতকাল বুধবার রাতে সিবিআই হেফাজতে নেয়া হয়েছে। একইসঙ্গে তার দুই সঙ্গী বাবুল দাস এবং লক্ষ্মী গগৈকেও নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।
নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন অব আসাম বা উলফার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার বিরুদ্ধে খুন, অপহরণ, ব্যাঙ্ক লুঠ-সহ নানা অভিযোগ রয়েছে। গত দু’দশক ধরে তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। মঙ্গলবার রাতেই বাংলাদেশ পুলিশ সরকারিভাবে অনুপ চেটিয়া এবং তার দুই সঙ্গীকে ভারতের হাতে তুলে দেয়। তারপর বুধবার তাদের সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয়।
এদিকে, অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৫/ রশিদা