রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও নৃবিজ্ঞানের অধ্যাপক ডেনিস এটলার।
তিনি বলেন, 'সিরিয়ার চলমান ঘটনাবলীতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অন্তত এক স্কোয়াড্রন এফ-১৫ বিমান পাঠিয়ে যুদ্ধের জন্য জোরদার বাজি ধরেছে। এ বিমান পাঠিয়ে মূলত আকাশ ও ভূমিতে মার্কিন সম্পদ রক্ষার চেষ্টা চেলছে।'
মার্কিন এ বিশ্লেষক বলেন, 'সোভিয়েত ইউনিয়নের পতনের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য ছিল এবং স্বাধীনমতো সবকিছু করত। কিন্তু সিরিয়ার সামরিক ঘাঁটিতে ফিরে এসে রাশিয়া সেই অব্স্থার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে এবং মার্কিন হস্তক্ষেপ, আগ্রাসন ও প্রক্সি যুদ্ধকে রীতিমতো মোকাবেলা করা শুরু করেছে। সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সামরিক অভিযান শুরুর মধ্য দিয়ে রাশিয়া মার্কিন আধিপত্য খর্ব করেছে। যুক্তরাষ্ট্র এখন নিজের ভাবমর্যাদা উদ্ধারের চেষ্টা করছে। এর পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব ক্ষুণ্ন করার চেষ্টা করছে।'
কূটনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের জন্য রুশ প্রচেষ্টাকে পাত্তা না দেয়ায় রাশিয়া সামরিক অভিযান চালাতে বাধ্য হয়। এখন রাশিয়া, ইরান ও হিজবুল্লাহ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এ অবস্থা তৈরির সুযোগ যুক্তরাষ্ট্রই করে দিয়েছে এবং তারাই উত্তেজনা সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন মার্কিন এ অধ্যাপক।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/শরীফ