গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য চুরির অভিযোগে কোরিয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সুপ্রিম কোর্ট এক সংক্ষিপ্ত বিচার শেষে আজ এ রায় দেন। সাজাপ্রাপ্ত ওই মার্কিন নাগরিকের নাম কিম দং চুল।
উত্তর কোরিয়ার দণ্ডবিধির ৬০ ও ৬৪ ধারা অনুযায়ী কিমের বিরুদ্ধে আনীত গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহসহ অন্যান্য অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দশ বছরেরর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ব্যাপারে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, এ নিয়ে দ্বিতীয় কোনো মার্কিন নাগরিককে সাজা দিন উত্তর কোরিয়া। এর আগে একই অভিযোগে চলতি বছরের শুরুর দিকে অততো ওয়ার্মবিয়ের নামে এক মার্কিন নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। খবর এপির
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/শরীফ