অস্ট্রেলিয়ার নাউরু দ্বীপের বন্দি শিবিরে ইরানের ২৩ বছর বয়সী এক আশ্রয়প্রার্থী নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ব্রিসবেন হাসপাতালে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ। খবর বিবিসির।
তবে নাউরু সরকার বলছে, ওই তরুণের প্রতিবাদ ছিল রাজনৈতিক। অস্ট্রেলিয়া আশ্রয়প্রার্থীদেরকে ক্ষুদ্র নাউরু দ্বীপসহ উপকূল থেকে দূরের দ্বীপে পাঠিয়ে দিয়েছে।
নিহত ওই তরুণ অমিদ নামে পরিচিত। গত মঙ্গলবার নাউরুর বন্দি শিবিরে নিজের শরীরের আগুন ধরিয়ে দেয়। গলার দিকে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাকে বিমানে করে ব্রিসবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে ওই তরুণের স্ত্রী ও স্বজনদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত ওই ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জাতিসংঘের একটি প্রতিনিধিদল নাউরু দ্বীপ পরিদর্শনের সময় ওই তরুণ নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। এমন এক সময় নাউরু দ্বীপে এ ঘটনা ঘটেছে যখন পাপুয়া নিউ গিনি ও মানুস দ্বীপ বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে অস্ট্রেলিয়া।
বিডি-প্রতিদিন/এস আহমেদ