প্রবল বর্ষণে কেনিয়ার নাইরবিতে একটি বহুতল ভবন ধসে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক মানুষকে উদ্ধার করা হলেও কতজন আটকা পড়েছেন তা জানাতে পারছেন না উদ্ধারকর্মীরা। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, ভবন ধসের পর জনতা রাজধানী শহরের ওই ৬তলা হুরামা রেসিডেন্সিয়াল ভবনের সামনে ভিড় করেছে। ইতিমধ্যে উদ্ধার কাজে সহায়তার জন্য রেডক্রস সোসাইটির উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
দেশটির পুলিশের প্রধান জাফেথ কোমি বলেন, এখন পর্যন্ত ১২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো কতজন মানুষ ভবনের নিচে আটকা পড়েছেন তা তিনি জানাতে পারেনি।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৬/মাহবুব