ভারতের তেলেঙ্গানা রাজ্যে বরযাত্রী বহনকারী একটি ট্রাকে উচ্চ ভোল্টেজের তার ছিড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, বিয়ের অনুষ্ঠান শেষে কামারেড্ডি থেকে নিজামাবাদে যাওয়ার পথে রবিবার রাতে তেলেঙ্গানার মেদাক জেলায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের হায়দ্রাবাদের নিজাম ইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এনআইএমএস) এবং যশোদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/মাহবুব