বন্দিজীবন থেকে অবশেষে মুক্তি পেল সার্কাস দলের সিংহরা। সার্কাসের জীবন থেকে অবশেষে মুক্ত জীবনে প্রবেশ করল তারা।
সম্প্রতি কলোম্বিয়া ও পেরুর বিভিন্ন সার্কাস থেকে উদ্ধার করা হয়েছে তিরিশটিরও বেশি সিংহ। দক্ষিণ আফ্রিকার একটি অভয়ারণ্যে এখন স্থান পাবে তারা। শুরু হবে নতুন জীবন।
বর্তমানে ইমোয়া বিগ ক্যাট স্যানচুয়ারির খোলা হাওয়ায় ওরা বেশ খোশ মেজাজেই রয়েছে। ২০১১ সালে পেরু এবং ২০১৩ সালে কলম্বিয়ায় সার্কাসে বন্য প্রাণীর খেলা নিষিদ্ধ হয়ে যায়।
তারপরেই ব্যাপক ধরপাকড় চলে বিভিন্ন সার্কাসে। সেখান থেকেই উদ্ধার হয়েছে সিংহগুলি।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/ হিমেল-০৩