ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের দ্বিতীয় সন্তান ছোট্ট রাজকন্যা শার্লটের নতুন কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। রাজকন্যার প্রথম জন্মদিন উপলক্ষ্যে ছবিগুলো প্রকাশ করেন এই দম্পতি। উইলিয়াম ও কেট এবং চাচা [শার্লটের] প্রিন্স হ্যারির আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্ডে ছবিগুলো প্রকাশিত হয়। খবর দ্য হিন্দুর
ব্রিটিশ রাজসিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী শার্লটের আজ প্রথম জন্মদিন। গত বছরের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। শুভ জন্মদিন।
জন্মদিন সামনে রেখে শার্লটের প্রকাশিত ছবিগুলো তুলেন তার মা কেট। গত এপ্রিলে নরফোকে নিজেদের বাড়িতে ছবিগুলো তুলেন তিনি।
ছবিগুলো প্রকাশ করে এর সঙ্গে একটি পোস্টও দেয়া হয়। এতে বলা হয়, 'তাদের প্রথম কন্যা সন্তানের প্রথম জন্মদিন সামনে রেখে পরিবারের এই মূহূর্তটুকু ভাগাভাগি করতে পেরে খুশি এই দম্পতি।'
উল্লেখ্য, ব্রিটিশ এই রাজদম্পতির প্রিন্স জর্জ নামে একটি ছেলে সন্তান রয়েছে। জর্জের বয়স ২ বছরের অধিক। আগামী ২২ জুলাই তৃতীয় জন্মদিন পালিত হবে তার।
বিডি-প্রতিদিন/২ মে ২০১৬/শরীফ