ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
সোমবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
খবরে বলা হয়, বাগদাদের দক্ষিণে বোমা হামলায় চারজন শিয়া পূণ্যার্থী নিহত হয়। এছাড়া বিস্ফোরণে আহত ১০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত দায় স্বীকার করে বিবৃতি দেয়নি কোনো জঙ্গি সংগঠন।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/মাহবুব