মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত রিপাবলিকান দলের প্রার্থী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় ট্রাম্পের সামনে এই সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ইন্ডিয়ানা রাজ্যে প্রাইমারিতে ভোটে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর নির্বাচনী ক্যাম্পেইন থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন ক্রুজ। বর্তমানে ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী জন কাসিচ। তবে তিনি ট্রাম্পের চেয়ে এতটাই পিছিয়ে আছেন যে, প্রার্থী হওয়ার মতো কোনো আশাই তার নেই। ক্রুজের গুঁটিয়ে যাওয়ার পর কাচিসের বসে যাওয়াটা এখন সময়ের ব্যাপারমাত্র। বলতে গেলে ট্রাম্পই এখন রিপাবলিকান দলের একমাত্র মনোনয়নপ্রত্যাশী।
এদিকে, মঙ্গলবার একই রাজ্যে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন হেরেছেন গেছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের কাছে। এই জয়ের মধ্যে দিয়ে নির্বাচনী মাঠে এখনও টিকে রইলেই বলে মনে করছেন স্যান্ডার্স। তবে সার্বিক বিচারে হিলারি এখনো স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৬/মাহবুব