শ্রমিক বিক্ষোভের মুখে রয়েছে ওসামা বিন লাদেনের বহুজাতিক নির্মাণ সংস্থা। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেছে সংস্থার কয়েক হাজার কর্মী।
গত কয়েক মাস ধরে বেতন পাননি তারা। এর উপর সংস্থার পক্ষ থেকে শ্রমিক ছাঁটাইয়ের কথাও ঘোষণা করা হয়েছে। এর পরই বকেয়া বেতনের দাবিতে ও শ্রমিক ছাঁটাই রুখতে বিক্ষোভ শুরু করেন সৌদি বিন লাদেন গ্রুপের প্রায় ৭৭ হাজার বিদেশি শ্রমিক।
প্রতিবাদে মক্কায় সাতটি বাস পুড়িয়ে দেন তারা। এই সংস্থা ৭৭ হাজার বিদেশি শ্রমিকের পাশাপাশি রয়েছে ১২ হাজার সৌদি শ্রমিক। তাদের বকেয়া বেতনের পরিমাণ ৬৬০ মিলিয়ন ডলার। বকেয়া বেতন মেটানোর দাবিতে শ্রমিকদের পক্ষ থেকে সংস্থার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে।
এদিকে, বিন লাদেন গ্রুপের কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে বকেয়া বেতনের জন্য অপেক্ষা করতে হবে। তা নাহলে কাজ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বর্তমানে এই সংস্থার দায়িত্বে রয়েছেন ওসামা বিন লাদেনের ভাই। রাজধানীতে সরকারি প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজের দায়িত্ব সামলায় বিন লাদেন গ্রুপ। বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছে এই বহুজাতিক নির্মাণ সংস্থা।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ হিমেল-০৩