আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে একটি দাতব্য প্রতিষ্ঠানে চলমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে একজন নিহত হয়েছেন। কাবুলে একের পর এক হামলার পর নতুন এ হামলা চালানো হলো।
সোমবার রাতে পামলারেনা নামে পরিচিত দাতব্য প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয় বলে মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী জানিয়েছেন।
কাবুলে প্রেসিডেন্ট প্যালেসের কাছে আত্মঘাতী জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ ব্যক্তি নিহত এবং ৯১ জন আহত হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়। তবে যে দাতব্য প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে তা আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান কেয়ার কিনা তা জানা যায়নি।
সাদিক এএফপিকে বলেন, ‘আমাদের ধারণা দুই হামলাকারী ওই ভবনের ভেতরে ঢুকে পড়েছে। আর সেখানে এ হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন।’
এ হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কেয়ার ইন্টারন্যাশনালের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ ০৫ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম