ঈদ উপলক্ষ্যে ফিলিস্তিনকে আড়াই হাজার টন খাদ্যদ্রব্য সম্বলিত একটি জাহাজ পাঠিয়েছে তুরস্ক। দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা ডেইলি সাবাহ এ খবর প্রকাশ করেছে।
যদিও এটি ফিলিস্তিনের উদ্দেশে তুরস্কের দ্বিতীয় সাহায্যবোঝাই জাহাজ। গত জুলাই মাসে তুর্কি সরকার লেডি লায়লা নামের প্রথম জাহাজটি পাঠিয়েছিল। ইকলিপস নামের জাহাজটি ইসরাইলের অ্যাশদদ বন্দরে নোঙর করার কথা।
ঈদুল আযহার আগেই এসব সামগ্রী ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে। সেখানে ঈদ হবে ১২ সেপ্টেম্বর। জাহাজটিতে খাদ্য সামগ্রীর পাশাপাশি গাজার শিশুদের জন্য এক হাজার বাইসাইকেল, পঙ্গুদের জন্য ১০০ হুইলচেয়ারও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৭