কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের একটি তথ্যানুসন্ধানকারী বিমানের মাত্র ১০ ফুট দূর দিয়ে উড়ে গেছে রাশিয়ার একটি যুদ্ধবিমান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ দাবি করেছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, গতকাল বুধবার রাশিয়ার এসইউ-২৭ যুদ্ধবিমান এই ঘটনা ঘটিয়েছে। এ ঘটনাকে 'ভয়ংকর ও অপেশাদার' বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মার্কিন বিমানটি রাশিয়ার ভূখণ্ডের দিকে এগিয়ে আসছিল। এ সময় এসইউ-২৭ যুদ্ধবিমানের পাইলট আন্তর্জাতিক আইন অনুসারে পদক্ষেপ নিয়েছেন। রাশিয়া বর্তমানে কৃষ্ণ সাগরে সামরিক মহড়া পরিচালনা করছে।
এদিকে পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, মার্কিন নৌবাহিনীর পি-৮এ বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় রুটিনমাফিক কার্যক্রম চালাচ্ছিল। এমন সময় রাশিয়ার একটি যুদ্ধবিমান অনিরাপদ ও অপেশাদার ভঙ্গিতে চলাচল করে। এই ধরনের পদক্ষেপে অহেতুক উত্তেজনা বাড়তে পারে। কোনো অনিচ্ছাকৃত দুর্ঘটনাও ঘটাতে পারে। সূত্র : বিবিসি
বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা