ভারী বৃষ্টি ও বন্যায় গ্রিসের উত্তর ও দক্ষিণাঞ্চলের বেশকিছু শহরের অংশ পানিতে ডুবে গেছে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দেশটির বেশকিছু শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে।
ইতোমধ্যে কালামাতায় তিনজন ও স্পার্টায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় এক দমকলকর্মী জানান, তারা ৮০ ও ৬৩ বছর বয়সী দুই নারীর মরদেহ উদ্ধার করেছেন। গ্রিসের উত্তরাঞ্চলে বন্যার অবস্থা বেশি খারাপ।
কোথাও কোথাও বন্যার পানি সরে গেলেও অনেক গাড়ি আটকে আছে। সেগুলো সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করছে দমকলকর্মীরা।
বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম