মিসরে গত বুধবার দুটি সড়ক দুর্ঘটনায় ২৭ ব্যক্তি নিহত হয়েছেন। কায়রোর দক্ষিণে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ২২ জন নিহত হন। অপর দুর্ঘটনায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজনের প্রাণহানি ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়েদি আল-গোদদে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা জানান, ৬০ জন যাত্রী নিয়ে কায়রো থেকে আসওয়ানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রেন কায়রোর দক্ষিণে লাইনচ্যুত হয়।
কর্মকর্তারা জানান, আল-আয়াত গ্রামের কাছে তিনটি বগি উল্টে যায়। এতে ট্রেনটির পাঁচ আরোহী নিহত এবং ১৫ আরোহী আহত হন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ