গ্যারেজে কুকুরের সঙ্গে পরিচারিকাকে থাকতে বাধ্য করা, দিনের পর দিন খেতে না দেয়ার অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি হিমাংশু ভাটিয়ার বিরুদ্ধে। ওই পরিচারিকাকে দিয়ে দিনে সাড়ে ১৫ ঘণ্টা কাজ করাতেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ এ তথ্য জানিয়েছে।
মার্কিন সংস্থা রোজ ইন্টারন্যাশনাল অ্যান্ড আইটি স্টাফিংয়ের সিইও হিমাংশু ভাটিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধনকুবের শিল্পপতি মাসে ৪০০ মার্কিন ডলার, থাকা-খাওয়া ও সাত দিন রোজ সাড়ে ১৫ ঘণ্টা করে কাজের চুক্তি করে ২০১৪ সালের ডিসেম্বরে ভারত থেকে এক পরিচারিকা নিয়ে যান ।
আমেরিকায় এমন বিপদ অপেক্ষা করছে, তা বোঝারও কোনো উপায় ছিল না শীলা নিঙ্গওয়াল নামের ওই মহিলা পরিচারিকার। মাস খানেকের মধ্যেই শুরু হয় অত্যাচার। পুলিশের কাছে ওই পরিচারিকা জানান, অত্যাচার থেকে বাঁচতে একদিন ইন্টারনেটে মার্কিন শ্রম আইন সার্চ করেন। সেই সময় তাকে দেখে ফেলেন ভাটিয়া। অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। তাকে একটি আটকে রেখে পাসপোর্টও কেড়ে নেয়া হয়।
বছর খানেক এই অত্যাচার চলার পর কোনো ক্রমে পালিয়ে বেঁচে আমেরিকার শ্রম বিভাগে অভিযোগ দায়ের করেন ওই পরিচারিকা। সূত্র : এই সময়
বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা