সিরিয়া প্রশ্নে সহযোগিতার বিষয়ে একটি চুক্তির লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) থেকে দুই দিনব্যাপী বৈঠকে বসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জেনেভায় অনুষ্ঠিতব্য বৈঠকটি শুক্রবার শেষ হবে। বুধবার মস্কো এসব তথ্য জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সংঘাতপূর্ণ সিরিয়ায় জিহাদিদের বিরুদ্ধে লড়াই ও শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার লক্ষ্যে অবশিষ্ট খুঁটিনাটি বিষয়ে কাজ করার পর দুই শীর্ষ কূটনীতিক ‘ব্যক্তিগত বৈঠকে’ বসার ব্যাপারে টেলিফোনে সম্মত হন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র সিরিয়ার অস্ত্রবিরতি পুনরায় কার্যকর করা এবং ইসলামিক স্টেট গ্রুপ ও অন্যান্য জিহাদিদের বিরুদ্ধে সমন্বিত হামলা চালানোর ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীনে জি২০ সম্মেলনের ফাঁকে সিরিয়া বিষয়ে সোমবার আলোচনা করলেও তাদের মতপার্থক্য দূর করতে ব্যর্থ হন।
বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম