চিনের উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশে একটি কারখানায় বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
তাৎক্ষণিকভাবে এ বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে কর্তৃপক্ষ বলছে কারখানাটি অবৈধ ছিলো।
বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
বিডি প্রতিদিন/ ০৮ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন