লোকবল নিয়োগে ১২৬ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, অনুমোদিত আটটি দেশ থেকে এসব এজেন্সি এখন থেকে আর লোক নিয়োগ করতে পারবে না। এসব এজেন্সির বিরুদ্ধে অভিযোগ, তারা লোকবল নিয়োগে নিয়ম-নীতি ভঙ্গ করেছেন। খবর সৌদি গেজেটের।
মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল-খলিল বলেন, সৌদি আরবে লোকবল নিয়োগে এমন ব্যক্তি ও এজেন্সির ওপর এ নিষধাজ্ঞা জারি করা হয়েছে যারা অনুমতিপ্রাপ্ত নয়।
বর্তমানে সৌদি আরবের নাগরিকরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, শ্রীলংকা, তানজানিয়া এবং নাইজার থেকে জনশক্তি আমদানি করতে পারে। দেশভেদে প্রতি ব্যক্তির জন্য খরচ করতে হয় আট থেকে ২২ হাজার সৌদি রিয়াল। গৃহকর্মী, সেবিকা, চালক ও শ্রমিক পদে এসব লোকবল নিয়োগ করে সৌদিরা।
যেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে ধারণা করা হচ্ছে তাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হতে পারে। এসব প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ ঘোষণার পাশাপাশি ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। জনশক্তি আমদানিতে সৌদি মন্ত্রণালয় শুধু অনুমোদিত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/ফারজানা-১৬