হিলারি ক্লিনটনের দুশ্চিন্তার কারণই এবার সত্য হল। নিয়ম অনুযায়ী এক সপ্তাহ আগেই আমেরিকার শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। নিজেদের সুবিধা মতো ভোটাররা এসে ভোট দিচ্ছেন। তবে কৃষ্ণাঙ্গ ভোটারদের হার কমেছে চোখে পড়ার মতো। বিষয়টি বেশ ভাবাচ্ছে হিলারি ক্লিনটনকে।
নর্থ ক্যারোলিনায় কৃষ্ণাঙ্গ ভোট কমেছে ১৬ শতাংশ। শ্বেতাঙ্গ ভোট বেড়েছে ১৫ শতাংশ। ফ্লোরিডায় চার বছর আগে দীর্ঘ লাইনে অপেক্ষা করে ভোট দিয়েছিলেন কৃষ্ণাঙ্গরা। ২০১২ সালের নির্বাচনে ভোটের প্রথম দিন তারাই ছিলেন মোট ভোটারের ২৫ শতাংশ। এবার সেই হার ১৫ শতাংশে নেমে এসেছে। একই অবস্থা ক্লিভল্যান্ড, টোলেডোর মতো ডেমোক্র্যাট এলাকায়।
চার বছর আগে এটা সম্পর্ণ ভিন্ন ছিল। আমেরিকার বিভিন্ন প্রদেশে ভোটকেন্দ্রগুলোতে ছিল আফ্রিকান-আমেরিকান ভোটারদের ঢল। কৃষ্ণাঙ্গদের ভোটের হার কমে যাওয়ার নেপথ্যে রাজনৈতিক, অর্থনৈতিক কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকের মতে, টানা দুই মেয়াদ ক্ষমতায় থেকেও কৃ্ষ্ণাঙ্গদের ভাগ্য উন্নয়নের প্রত্যাশা পূরণ করতে পারেননি ওবামা। এ জন্যই নির্বাচনে অনীহা কৃষ্ণাঙ্গ ভোটারদের।
বিডি প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ ফারজানা-০৭