ফিনল্যান্ড শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে। দেশটি বিষয়ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে বাদ দিতে যাচ্ছে। ফলে বিজ্ঞান, অংক, সাহিত্য, ইতিহাস কিংবা ভূগোল কি বাদ হয়ে যাবে। ফিনল্যান্ডের এ নতুন শিক্ষা ব্যবস্থা এখনও যাচাই-বাছাই করা হচ্ছে। ২০২০ সালে এ ব্যবস্থা চালু করা হবে বলে জানা গেছে।
ফিনল্যান্ডের শিক্ষা বিভাগের প্রধান মারজো কাইলোন জানান, এখন থেকে ফিনল্যান্ডের শিক্ষার্থীরা মূলত বিভিন্ন বাস্তব ঘটনা ও পরিস্থিতির পাঠ নেবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। তবে তা বাস্তবতার আলোকে।
ফিনল্যান্ডের এ যুগান্তকারী শিক্ষা ব্যবহার উদাহরণ হতে পারে দ্বিতীয় মহাযুদ্ধ। বিশাল এ ঘটনাকে শিক্ষার্থীরা দেখবে ইতিহাস, ভূগোল ও অংকের দৃষ্টিভঙ্গি থেকে। অর্থাৎ তারা এ যুদ্ধের ইতিহাস পড়ার পাশাপাশি ভূগোল ও অংকও শিখে নেবে। একই ধরনের আরেকটি উদাহরণ হতে পারে, 'একটি ক্যাফেতে কাজ করা।' এ কোর্স থেকেই তারা ইংরেজি, অর্থনীতি ও যোগাযোগের দক্ষতা শিখবে। নতুন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের নিজেদের পছন্দের বিষয় বেছে নেয়ার স্বাধীনতা থাকবে।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/ফারজানা