মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সঙ্গে একমত নন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই নীতির ফলে যুক্তরাজ্যের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হলে হস্তক্ষেপ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, আমাদের দেশের অভিবাসন নীতি যেমন আমাদের সরকার গ্রহণ করবে ঠিক তেমনই যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি হল তাদের সরকারের একটি নীতি। তবে যুক্তরাষ্ট্রের কঠোর এ অভিবাসন নীতির সঙ্গে আমরা একমত নই।
এতে যদি যুক্তরাজ্যের নাগরিকদের ওপর কোন প্রভাব পড়ে তাহলে এর জন্য আমরা সুস্পষ্টভাবে মার্কিন সরকারের কাছে জানতে চাইবো বলেও জানান ওই মুখপাত্র।