উত্তর কোরিয়া তাদের নিউক্লিয়ার ওয়েপন সাইটে গোপনে পুনরায় প্লুটোনিয়াম রিয়েক্টরের কাজ শুরু করেছে৷ সম্প্রতি একটি উপগ্রহ প্রেরিত চিত্রে বিষয়টি প্রকাশ্যে এসেছে। উত্তর কোরিয়ার ইয়ংবিয়ং এলাকায় চিহ্নিত হয়েছে এই প্লুটোনিয়াম রিয়েক্টরটি৷
২২ জানুয়ারি হাতে এসেছে এই উপগ্রহ চিত্রটি৷ যেখানে দেখা যাচ্ছে, একটি বিশালাকার পানির প্লাম৷ ঠাণ্ডা পানির এই প্লাম থেকেই পানি সরবরাহ হচ্ছে রিয়েক্টরে৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর থেকেই অনুমান করা যায় রিয়েক্টরের শক্তি কতটা৷ ২০১৫ সালের শেষ দিকে এই রিয়েক্টরে কাজ থামিয়ে দিয়েছিল উত্তর কোরিয়া৷ কিন্তু তারা বজায় রেখেছিল পারমাণবিক অস্ত্র ও মিসাইল পরীক্ষা৷
উত্তর কোরিয়ার ভাণ্ডারে রয়েছে ৭০-১১৯ পাউণ্ড প্লুটোনিয়াম৷ জানিয়েছেন মার্কিন পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ সেগফ্রাইড হেকার৷ তিনি জানিয়েছেন, এই পরিমাণ প্লুটোনিয়াম দিয়ে অন্তত ছয় থেকে আটটি বোমা তৈরি করতে সক্ষম হবে উত্তর কোরিয়া৷
বিডি-প্রতিদিন/এস আহমেদ