মিয়ানমারের শীর্ষস্থানীয় মুসলিম আইনজীবী ও অং সান সু চি'র নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আইনি পরামর্শক কো নি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। দেশটির ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিংয়ের সামনে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। এ ঘটনায় একজন ট্যাক্সি চালকও নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি।
দেশটির স্থানীয় সংবাদ সূত্রে জানা যায়, ২১ সদস্যের প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে মিয়ানমারের তথ্যমন্ত্রী পি মিন্টের নেতৃত্বে ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফেরার পরই এ ঘটনা ঘটে। বিমান বন্দরে কার পার্কিংয়ের সামনে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ইন্দোনেশিয়ায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জাতীয়ভাবে বিরোধ মেটানোর অভিজ্ঞতা জানতে সরকারি কর্মকর্তা ও মুসলিম নেতাদের প্রতিনিধি দলটি ইন্দোনেশিয়া সফরে গিয়েছিল। নিহত কো নি ছিলেন মিয়ানমারের সবচাইতে খ্যাতনামা মুসলিম ব্যক্তিত্ব। তিনি ছাত্র অবস্থায় বিক্ষোভ করতে গিয়ে ১৯৮৮ সালে জেলেও গিয়েছিলেন। এরপর থেকেই তার উত্থানের শুরু। সময়ের পরিক্রমায় তিনি একজন আইনজীবী হিসেবে খ্যাতি লাভ করেন। পরে সূ চি'র দল এনএলডি'র আইনি পরামর্শক হিসেবে নিয়োগ পান।
এদিকে দেশটির পুলিশের বরাত দিয়ে ডেইলি মিয়ানমার টাইমস জানিয়েছে, কো নির হত্যাকাণ্ডে সন্দেহভাজন কাই লিন নামে ৫৩ বছর বয়সী এক আততায়ীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দেশটির পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার