প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন সম্পর্কিত নির্বাহী আদেশকে বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক। তাই ওই আদেশের পক্ষে অবস্থান না নেয়ার জন্য বিচার বিভাগের সকলের প্রতি নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল তথা আইনমন্ত্রী স্যালি কিউ ইয়াটস।
ট্রাম্পের মনোননীত আইনমন্ত্রী জেফ সেশনের চূড়ান্ত অনুমোদন এখনও পাওয়া যায়নি সিনেট থেকে। এজন্য প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের ডেপুটি এটর্নী জেনারেল স্যালি কিউ ইয়াটসকে ভারপ্রাপ্ত এটর্নি জেনারেলের দায়িত্ব প্রদান করেন ডোনাল্ড ট্রাম্প।
৩০ জানুয়ারি সোমবার সকালে হোয়াইট হাউজের কাছেও এ তথ্য যায়।
দিনভর কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সন্ধ্যায় হোয়াইট থেকে জানানো হয় যে, ‘যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সুরক্ষায় প্রেসিডেন্টের আইনগত নির্দেশ পালনে অপারগতা প্রকাশ করার মধ্য দিয়ে বিচার বিভাগের সাথে বেঈমানী করেছেন স্যালি ইয়াটস।’ ‘এখন সময় হচ্ছে আমাদের দেশকে রক্ষায় বিশেষভাবে যত্নবান হবার। ৭টি ভয়ংকর দেশ থেকে লোকজনের যুক্তরাষ্ট্রে আসার পথ রুদ্ধ করার ঘটনাকে ভিন্নভাবে দেখার অবকাশ নেই। সেটি অবশ্যই যুক্তিসঙ্গত এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তার প্রয়োজন ছিল।’
হোয়াইট হাউজের বিবৃতিতে মিস ইয়াটকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের পাশাপাশি ঐ পদে ভার্জিনিয়া ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস এটর্নী ডানা বয়েন্টকে নিযুক্তির কথা বলা হয়েছে। সিনেট থেকে জেফ সেশনের চূড়ান্ত অনুমোদন না আসা পর্যন্ত ডানা বয়েন্ট ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।