ভারতের মহারাষ্ট্রের লাতুর জেলায় একটি কারখানার ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েকজন।
পুলিশ সূত্রে খবর সোমবার গভীর রাতে লাতুরের মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন (এমআইডিসি)-এর কির্তি অয়েল মিলসের একটি ট্যাঙ্ক পরিষ্কার করতে শ্রমিকরা ট্যাঙ্কটির ভিতরে নামে। কিন্তু ভিতরেই তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের ফিরতে দেরি হওয়ায় তাদের খোঁজে পরে আরও কয়েকজন শ্রমিক ট্যাঙ্কের ভিতরে নামেন কিন্তু তারাও আর ফিরে আসেনি। এরপর রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর একে একে ওই নয় শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান বিষাক্ত গ্যাসেই ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে। ট্যাঙ্কের ভিতর থেকে একজন শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও তার অবস্থাও আশঙ্কাজনক। চিকিৎসার জন্য ওই শ্রমিককে বিবেকানন্দ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।