ইয়েমেনের পূর্বাঞ্চলে ভুলক্রমে নিজেদের গুলিতে সৌদি নেতৃত্বাধীন জোটের একটি ব্লাক হক হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। মঙ্গলবারের এই ঘটনায় নিহত হয়েছে ১২ সেনা কর্মকর্তা। তারা সবাই সৌদি আরবের নাগরিক।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বুধবার এক বিবৃতিতে বলা হয়, ‘ভুলক্রমে হেলিকপ্টারটিকে ভূপাতিত করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণেই এমনটি হয়েছে।’
সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়েছে, হেলিকপ্টারটিকে যখন ভূপাতিত করা হয় তখন এটি ইয়েমেনের মারিবে একটি অভিযানে নিযুক্ত ছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ