যুক্তরাজ্যের মধ্যবর্তী নির্বাচনের প্রস্তাবে সম্মতি দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্স। প্রধানমন্ত্রী থেরেসা মের প্রস্তাবিত মধ্যবর্তী সাধারণ নির্বাচনের প্রস্তাবের এই অনুমোদন পায়। সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন ছিল থেরেসা মের। প্রধান বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন নির্বাচনকে স্বাগত জানিয়েছেন। তবে থেরেসা মের মধ্যবর্তী সাধারণ নির্বাচনের বিরুদ্ধ অবস্থান পরিবর্তনসহ বেশ কয়েকটি ইস্যুতে অবস্থান পরিবর্তনের সমালোচনা করেছেন তিনি।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে মধ্যবর্তী নির্বাচনের প্রস্তাবের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ব্রেক্সিট আলোচনা শুরু হওয়ার আগে যুক্তরাজ্যের শক্তিশালী নেতৃত্ব দরকার। জানা যায়, হাউজ অব কমন্সে আগামী ৮ জুনে ভোটের পক্ষে ৫২২ জন সমর্থন দিয়েছে, বিপক্ষে দিয়েছে ১৩ জন সংসদ সদস্য। সূত্র: বিবিসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার