নিম্নমানের খাবার নিয়ে অভিযোগ করায় তেজ বাহাদুর যাদব নামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ এনে গত বুধবার তাকে বরখাস্ত করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
গত জানুয়ারি মাসে তেজ বাহাদুর পাকিস্তান সীমান্তে জম্ম ও কাশ্মীরে ক্যাম্পে থাকাকালে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি বিএসএফদের দেয়া খাবার নিম্নমানের বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, কখনো কখনো তাদের খালি পেটেও ঘুমাতে হয়।
বিএসএফ কর্মকর্তারা জানান, সীমান্ত রক্ষী বাহিনীর তদন্তের ভিত্তিতেই তেজ বাহাদুরকে বরখাস্ত করা হয়েছে। তিনি আইন অমান্য করেছেন।
তেজ বাহাদুর যাদব দাবী করেছেন, তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি হাইকোর্টে আপিল করবেন।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ফারজানা