সন্ত্রাসী মামলায় জড়িত থাকার অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
বৃহস্পতিবার ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বিশেষ আদালতের বিচারক ভি ভি পাতিল জাকির নায়েকের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন।
বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ আইনে গত বছর জাকির নায়েকের বিরুদ্ধে একটি মামলা করে এনআইএ।
সংস্থাটি আদালতকে জানায়, তিনটি সমন জারি করার পরও জাকির নায়েক আদালতে উপস্থিত হননি এবং তাকে ভারতে ফেরত আনার জন্য ইন্টারপোলের সহযোগিতা প্রয়োজন।