উত্তর কোরিয়াকে 'বিপদ' মনে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার রাশ টানতে চীনের প্রচেষ্টা প্রশংসনীয়। আমেরিকা সফরে আসা ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনির সঙ্গে তিনি এক সাংবাদিক বৈঠকে হাজির হয়ে উত্তর কোরিয়া প্রসঙ্গে জানান, আমেরিকার পরিস্থিতি তুলনামূলকভাবে অনেক ভালো। সেনাবাহিনীর প্রস্তুতিপর্বও যে জোরালোভাবে চলছে, সে বিষয়েও স্পষ্ট করেন তিনি। তাছাড়া ট্রাম্প মনে করেন- চীন, উত্তর কোরিয়া এবং দেশটির নেতা কিম জং উনের ওপর প্রভাব বিস্তার করতে পারবে বলে তাঁর বিশ্বাস।
চলতি মাসের শুরুতে চীনের রাষ্ট্রপতি শি চিন পিং-এর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হয়। সেই সময়ই তিনি শি কে বলেন, উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণের বিষয়ে চীন সহায়তা করলে, ব্যবসায়িক ক্ষেত্রে চীন আমেরিকার সহায়তা পাবে। চীন যে তাঁর এই প্রস্তাবে যথেষ্ট ইতিবাচক সাড়া দেবে এমনই তাঁর বিশ্বাস বলেও জানান তিনি। তবে চীন সফল হবে কিনা সেই বিষয়ে তিনি নিশ্চিত না হলেও, চীন যে চেষ্টা করবে এই বিষয়ে তিনি নিশ্চিত বলে জানান। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার