উত্তপ্ত কোরিয়া উপদ্বীপকে শান্তিপূর্ণ উপায়ে পারমাণবিক অস্ত্র থেকে সরিয়ে আনা সম্ভব বলে উল্লেখ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। কারণ হিসেবে তিনি দেখছেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের 'নতুন সম্পর্ক'। অস্টেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পেন্স এসব কথা বলেছেন বলে জানিয়েছে রয়টার্সে।
সংবাদ সম্মেলনে পেন্স বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের আঞ্চলিক মিত্ররা ও চীন চাপ প্রয়োগ করলে আমরা হয়তো শান্তিপূর্ণ উপায়ে পারমাণবিক-মুক্ত কোরিয়া উপদ্বীপের এক ঐতিহাসিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো।’ এসময় তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত চীন যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তাতে আমরা খুবই উৎসাহিত হয়েছি। ’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরস্পর উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর সেখানে এখন কার্যত যুদ্ধাবস্থা জারি রয়েছে। সম্প্রতি ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছিলেন। সিরিয়া সরকারের ওপর তিনি এরই মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। আফগানিস্তানেও আইএস জঙ্গিদের ওপর অপারমাণবিক সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ এরই মধ্যে ঘটিয়েছেন তিনি। উত্তর কোরিয়াকে থামানো না গেলে তারা যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র হামলা চালানোর সক্ষমতা অর্জন করে ফেলতে পারে বলে উদ্বিগ্ন ওয়াশিংটন।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ