যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ঝড়ের কারণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। গতকাল রবিবারের এই ঝড়ে ওই অঞ্চলের অনেক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার এএফপির খবরে এ তথ্য জানানো হয়। দেশটির পূর্বাঞ্চলে আজও প্রচণ্ড বাতাস ও বিক্ষিপ্ত টর্নেডো আঘাত হেনেছে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, টেক্সাসে অন্তত চারটি টর্নেডো আঘাত হেনেছে।
টেক্সাসের ক্যানটন শহরের মেয়র লও অ্যান ইভেরেত জানিয়েছেন, সেখানে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে চার। আরকানসাস জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র এএফপিকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে এই অঙ্গরাজ্যে অন্তত পাঁচজন নিহত হয়েছে।
মিসিসিপি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে একটি শিশু রয়েছে। বন্যার পানিতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিজৌরিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সেখানে দুজন নিহত হয়েছে।
এদিকে সিএনএনের তথ্য অনুযায়ী, নিহত দুজনের মধ্য একজন ৭২ বছর বয়সী নারী। তিনি তাঁর গাড়িতে আটকা পড়েছিলেন। গাড়িটি বন্যার পানিতে ভেসে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার