ভারত অধ্যুষিত জম্মু কাশ্মীরের সীমানা রেখায় দায়িত্বরত সেনা কর্মকর্তাদের ওপর পাকিস্তানি সেনাদের অতর্কিত হামলায় দু’জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অারো একজন।
সোমবার সকালে জম্মু-কাশ্মীরের কার্নি সীমান্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়ছে ভারতীয় গণমাধ্যম।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মনিশ মেহতা জানান, নিহত দু’জন সেনা হচ্ছেন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার পরমজিৎ সিং এবং বিএসএফ এর হেড কনস্টেবল প্রেম সাগর। তবে আহত অপর বিএসএফ সদস্য এখন আশঙ্কামুক্ত।
বিস্তারিত খবরে জানা যায়, সীমান্তে অস্ত্র বিরতি চুক্তি ভঙ্গ করে সকাল সাড়ে আটটার দিকে রকেট ও মর্টার শেল নিক্ষেপ শুরু করে পাকিস্তানি সেনারা। এতে তিনজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে দু’জন মারা যান। পাকিস্তানি হামলার জবাবে ভারতীয় সেনারা পাল্টা গুলি চালায়। এখনো দুপক্ষের মধ্যে গোলাগুলি চলছে বলে জানা যায়। পাকিস্তান গত মাসে অন্তত সাতবার অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করেছে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/ ১ মে, ২০১৭/ ই জাহান