ফের পণের দাবি কেড়ে নিল এক তরুণীর প্রাণ। পণের দাবিতে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন এক ইঞ্জিনিয়ার। রবিবার এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার গাচিবাওলিতে।
২০১০-এ স্টক ব্রোকার বিক্রমের সঙ্গে বিয়ে হয়েছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভিনিলার। তাঁদের দুটি সন্তানও রয়েছে। বিয়ের সময় ৪ লাখ টাকা নগদ এবং ৪০ তোলা স্বর্ণ দিয়েছিল ভিনিলার পরিবার। তাও পণের চাহিদা মেটেনি বিক্রম ও তাঁর পরিবারের। মাঝেমধ্যেই অত্যাচার চলত ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ওপর। অত্যাচার সহ্য করতে না পেরে রবিবার সকালে নিজের শোওয়ার ঘরে বিছানার চাদর গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়েন ৩৩ বছর বয়সী ওই নারী।
তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি। তবে ভিনিলার বাড়ির লোকজন তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছেন। বিক্রমকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/ ১ মে, ২০১৭/ ই জাহান