এভারেস্ট জয়ের স্বপ্ন অসম্পূর্ণই থেকে গেল ইউলি স্টেকের। গত ৩০ এপ্রিল সকাল ৮টা নাগাদ নাপটসেতে হঠাৎ পড়ে গিয়ে মারা যান তিনি। ক্যাম্প ২ এর কাছে থাকা পর্বতারোহী ও শেরপারা স্টেককে ৭০০০ মিটার উপর থেকে পড়ে যেতে দেখেন। কিন্তু ঠিক কী কারণে ইউলি স্টেক পড়ে যান তা এখনও অজানা। তিনি মাত্র ২৮ ঘন্টায় জয় করেছিলেন কাঞ্চনজঙ্ঘা।
একাই এই এভারেস্ট অভিযানে পাড়ি দিয়েছিলেন ইউলি স্টেক। যখনই পর্বতারোহণে যেতেন, অক্সিজেন ছাড়াই যেতেন। একইভাবে অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। ইউলি স্টেক বরাবরই প্রথম সারির পর্বতারোহী ছিলেন। সুইস মেশিন নামেও পরিচিত ছিলেন তিনি। এইবছর এভারেস্ট জয় করতে গিয়ে ইউলি স্টেকই প্রথম মারা গেলেন। ১৯৭৬ সালে ৪ অক্টোবর সুইজারল্যান্ডের এক পরিবারে জন্মান ইউলি স্টেক। ছোটবেলা থেকেই পর্বতারোহণে বিশেষ আগ্রহ ছিল তার। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার