দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে ব্রিটেনের রাজপরিবারের রাজকন্যা প্রিন্সেস শার্লোটের একটি ছবি প্রকাশ করা হয়েছে। শার্লোটের মা কেট মিডলটন ছবিটি এপ্রিল মাসে তুললেও সম্প্রতি তা প্রকাশ করা হয়। খবর বিবিসি'র।
এর আগে গত বছরও ব্রিটিশ রাজবংশের চতুর্থ উত্তরাধিকারী এই রাজকুমারীর জন্মদিন পালনের আগে একই ধরনের ছবি প্রকাশ করা হয়েছিল রাজপরিবারের পক্ষ থেকে।
কিংসটন প্যালেসের পক্ষ থেকে ছবি প্রকাশের কথা জানিয়ে বলা হয়েছে, প্রিন্সেস শার্লোটির এই ছবি সবাই উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে। প্রকাশিত ছবিতে রাজকন্যাকে একটি কার্ডিগান পড়া অবস্থায় মাথায় একটি ক্লিপ দিয় চুল গুছিয়ে রাখতে দেখা গেছে। এছাড়া এরও কিছুদিন আগের ছবি এটি-
উল্লেখ্য, ২০১৫ সালে পশ্চিম লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের লিন্ডো উইংয়ে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন কেট মিডলটন।
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল