রোহিঙ্গা শরণার্থী ও ভারতীয় পাচারকারী সন্দেহে একটি নৌকায় থাকা ৩২ জনকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। সোমবার দেশটির উত্তর উপকূল থেকে তাদের আটক করা হয়।
নৌবাহিনীর মুখপাত্র চামিন্ডা ওয়ালাকুলুগে জানান, গত রোববার কোস্টগার্ডের টহল দল নৌকাটিকে শ্রীলঙ্কার সমুদ্রসীমানায় প্রবেশ করতে দেখতে পায়।
মায়ানমার থেকে আগত ওই নৌকাটিতে যাত্রী ছিল ৩০ জন। এতে ১৬টি শিশু ছিল। তাদের বয়স সম্ভবত ১৫দিন থেকে ৪ মাস। এতে দুইজন সন্দেহভাজন ভারতীয় মানবপাচারকারী রয়েছেন বলে শনাক্ত করা হয়।
আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা চার বছর আগে ভারতে এসেছিল বলে দাবি করেন শরণার্থীরা। তারা কেন ভারত ত্যাগ করেছেন এবং শ্রীলঙ্কা থেকে তাদের গন্তব্য কোনদিকে ছিল সেটিও জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ০২ মে ২০১৭/আরাফাত