পড়া করেনি বলে ছাত্রীর হাতে গরম খুন্তি চেপে ধরলেন গৃহশিক্ষিকা। সোমবার সকালে এমনই ঘটনা ঘটেছে হাওড়ার সালকিয়াতে। পরে অভিযু্ক্ত শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, সালকিয়ার বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর এক ছত্রী ওই দিন সকালে অনু মণ্ডল নামে এক গৃহশিক্ষিকার কাছে পড়তে গিয়েছিল। ১ মে, ছুটির দিন সকালে লুচি ভাজছিলেন ওই শিক্ষিকা। হোমওয়ার্ক করেনি ওই ছাত্রী। তার ওপর একটি বিষয় জানার জন্য বারবার শিক্ষিকার কাছে যাচ্ছিল সে। অভিযোগ, এতেই ধৈর্য হারিয়ে বালিকার হাতের ওপর গরম খুন্তি চেপে ধরেন ওই শিক্ষিকা। এরপর তাকে প্রায় ঘণ্টাখানেক রোদে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ওই ছাত্রীর মায়ের অভিযোগ করে বলেন, 'এ কেমন শিক্ষা দিচ্ছেন উনি (শিক্ষিকা)? আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল।' অসুস্থ বোধ করায় ওই ছাত্রীকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। পরে গোলাবাড়ি থানায় ওই শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। হাওড়া সিটি পুলিশের এসিপি (নর্থ) ভাবনা গুপ্ত এ প্রসঙ্গে বলেন, 'আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত হচ্ছে। '
এদিকে ঘটনার পর থেকে ওই শিক্ষিকার বাড়ি তালাবন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ ব্যাপারে মনোবিদ পারমিতা মিত্র ভৌমিক বলেন, 'এটা মানসিক স্বাস্থ্যর সমস্যা। অভিভাবকদের উচিত গৃহশিক্ষকদের কাছে দিয়ে সন্তান কী করছে তার ওপর নজর রাখা।'
সূত্র : এবেলা
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/ওয়াসিফ