কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় পাহাড়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আট জন নিহত হয়েছেন। গককাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোশ তার টুইট করে জানান, ‘বিমান বিধ্বস্তে নিহত আট জনের প্রিয়জনদের আমরা সমবেদনা জানাচ্ছি।’
জানা যায়, সেসনা ক্যারাভান এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটির ধারণক্ষমতা ছিল ১৪ জন। বিমানটি রাজধানীর গুয়াইমারাল বিমান ঘাঁটি থেকে তোলেমাইদা যাচ্ছিল। এটি আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় গভর্ণর জর্জ এমিলিও রে বলেন, বোগোটার পশ্চিমে ফাসাট্যাটিভ ও জিপাকনের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার